Sunday, February 23, 2014

ফিনল্যান্ড সম্পর্কে কিছু বিষয়

Leave a Comment


১# পড়াশুনা করতে কোন টিউশন ফী লাগে না । 

২# IELTS লাগবে যে কোন লেভেলে আবেদন করতে । মিনিমাম ৬.০ লাগবে ।

৩# স্টুডেন্টস অবস্থায় ২০ ঘণ্টা কাজ করতে পারবেন সপ্তাহে । হলিডে তে আপ টু ৩৮ ঘণ্টা ।

৪# ৪ বছর নিয়মিত বসবাসের পর PR এর আবেদন করতে পাবেন * রেসিডেন্ট পার্মিট যদি পার্মানেন্ট বেসিস হয় ।


 মানে হল স্টুডেন্ট হলে 

তার ক্যাটাগরি পরিবর্তন করতে পার্মানেন্ট বেসিস রেসিডেন্ট পার্মিট যেমন কাজের পার্মিট এ রূপান্তর করতে হবে ।

৫# ব্যাচেলর এর ক্ষেত্রে ভর্তি পরীক্ষা দিতে হবে । তাও আবার নেপালে গিয়ে ।

৬# মাস্টার্স প্রগ্রামের তুলনায় ব্যাচেলর এ চান্স এর পসিবিলিটি একটু বেশী ।

৭# কোন ব্লক অ্যাকাউন্ট দেখাতে হয় না । তবে এক বছরের থাকা খাওয়ার সমপরিমান টাকার ব্যাংক সলভেন্সি 


দেখাতে হবে ৬৭০০- ৭০০০

 ইউরো । ভিসা হলে টাকা পকেটে নিয়ে ঘুরতে পারবেন ।

৮# জবের অবস্থা ভালো । নিজে ইনকাম করে থাকা খাওয়া চালানো + কিছু টাকা সেভ করা সম্বব ।

৯# ২৮০ /৩৫০ ইউরো পর্বে নরমাল থাকা খাওয়ার খরচ । মানুষ ভেদে ভিন্ন হয়ে থাকে ।

১০# পড়াশুনার মান অনেক উন্নত । 

0 comments:

Post a Comment