Thursday, February 13, 2014

!!জার্মানিতে আসার পর কি, কখন, কীভাবে করতে হবে তা সংক্ষেপে !!

Leave a Comment


সালাম নিবেন সবাই । সময় পাচ্ছি না গ্রুপে ডু মারার মত তারপর ও যে সকল ভাই বোনেরা উচ্চশিক্ষার স্বপ্ন দেখতেছেন তাদের জন্যই আমাদের পথা চলা । কিছু পাওয়া না পাওয়ার প্রশ্ন নিয়ে আমরা কাজ করে যাচ্ছি না । আমাদের কাজের বিনিময়ে যদি কারো জীবনের সপ্নের বিন্দুমাত্র পরিবর্তন আসে তা হবে আমাদের সার্থকতা । আর একটা কথা আমরা কোন এজেন্সির কর্মকর্তা না, আমরা কোন ইউনিভার্সিটির অ্যাডমিশন অফিসার না, যে কাউকে অ্যাডমিশন করিয়ে দিব । যারা ই এখানে আছি কোন না কোন ইউনিভার্সিটি স্টুডেন্টস, কেউ এখানে জব করতেছেন না । সবাই ভলান্টিয়ার হিসাবে কাজ করছি , যদি কোন ভাইয়া, আপুরা আমাদের সাথে ভলান্টিয়ার হিসেবে কাজ করতে ইচ্ছুক যে কোন সময় আমাদের গ্রুপে স্বাগতম । সবার কো -অপারেশন আমাদের সামনের দুর্গম পথকে সুগম করবে বলে আমার বিশ্বাস । অনেক বেস্ত থাকার পরও জার্মানি নিয়ে একটা গাইডলাইন আকারে প্রকাশ করার চেষ্টা করছি । সাথে আমার এক ভিনদেশী বন্ধুও একটু সাহায্য করে । যারা জার্মানি পড়াশুনার পরিকল্পনা আছে তারা অবশ্যই দেখে নিবেন । সবার জন্য শুভ কামনা রইল । কোন প্রকার ভুল ভ্রান্তি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ।


0 comments:

Post a Comment