Thursday, February 13, 2014

স্টাডি ইন জার্মানি ## Language Course Visa VS Reality##

Leave a Comment



স্টাডি ইন জার্মানি ## Language Course Visa VS Reality##জার্মান ভাষা শিক্ষা কোর্স VS বাস্তবতা । 

আসসালামু আলাইকুম ।। 

জার্মানি নিয়ে যাদের অনেকের নানান প্রশ্ন তাদেরকে উদ্দেশ্য করে কিছু কথা বলতে চাই  । প্রথম কথা ইউরোপ এর মধ্যে সবচেয়ে বেশি পরিমানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টস পড়াশুনা করতেছে জার্মানিতে । বাংলাদেশীদের সংখ্যা ও নেহাত কম নয় । এর কিছু কারন রয়েছে । মূলত জার্মানি ইউনিভার্সিটি গুলোতে সব লেভেলে ব্যাচেলর, মাস্টার্স, পি এইচ ডি তে কোন প্রকার  টিউশন ফী দাবি করে না । সম্পূর্ণ বিনা বেতনে আপনি পড়াশুনা করার সুযোগ আছে । দ্বিতীয়ত পড়াশুনা শেষে কাজের ক্ষেত্র অনেক ভালো এবং ৫/৭ বছরে বৈধ ভাবে বসবাসের পড় আবেদন করতে পারবেন স্থায়ী নাগরিকত্তের । ইউনিভার্সিটি সংখ্যা অনেক । বিভিন্ন প্রোগ্রামে ভর্তির সুযোগ আছে । তাই যারা জার্মানির ব্যাপারে অনেক আগ্রহী তাদের কে কিছু কথা অবশ্যই মনে রাখতে হবে । বর্তমান সময়টাতে অনেকে ছেলে মেয়ে আসতেছে সরাসরি ইউনিভার্সিটি তে অ্যাড মিশন না নিয়ে ল্যাঙ্গুয়েজ কোর্স ভিসায় । এমনটি করার কারন পরবর্তীতে জার্মান ভাষায় ইউনিভার্সিটি তে পড়াশুনা চালিয়ে যাওয়ার ।কারন তারা  সরাসরি ভর্তি না হতে পারার একটা কারন হল অনেকের ইংলিশ ভাষার দক্ষতার প্রমাণাদি যেমন IELTS, TOFEL, PTE, ESOL ইত্যাদি টেস্ট সার্টিফিকেট না থাকার কারনে । জার্মানিতে কিংবা ইউরোপ এর প্রায় সব দেশে ইংরেজি ভাষায় পড়াশুনা করতে হলে আপনাকে মিনিমাম যেকোনো ইন্টারন্যাশনাল ইংলিশ টেস্ট সার্টিফিকেট দেখাতে হবে । সেই ক্ষেত্রে স্কোর মিনিমাম ৫.৫  - ৬.০ ভালো স্কোর থাকলে আরও ভালো। যারা ল্যাঙ্গুয়েজ কোর্স ভিসায় ৬ মাস কিংবা ১ বছরের ভিসা নিয়ে জার্মানি আসতেছে ইউনিভার্সিটি তে ভর্তি হবেন বলে তাদের অনেকের ই জার্মানির ল্যাঙ্গুয়েজ কোর্স সম্পর্কে ভালো ধারণা না থাকার  কারনে বিভিন ফার্মের মাধ্যমে জার্মানিতে অ্যাড মিশন নিয়ে থাকেন । ভুগান্তি শুরু হয় যখন জার্মানির মাটিতে পা রাখেন । এই সকল দালাল রা স্টুডেন্টস দের বুঝিয়ে থাকে নানা ভাবে । কিছু দালালের বক্তব্য তুলে ধরছি >> আপনি তোঁ জার্মানি যাবেন তাই না , কোন সমস্যা নাই ৫ লক্ষ টাকা দিবেন ১০০% গ্যারান্টি সহকারে আপনার ভিসা করে দিব। ছাত্রের প্রশ্ন > আমি কি জার্মানিতে ল্যাঙ্গুয়েজ কোর্স ভিসায় কি ইউনিভার্সিটি তে ভর্তি হতে পারব ? আমি কি ল্যাঙ্গুয়েজ চলাকালীন সময়ে কাজ করতে পারব ? এখন দালালের ভাষ্য>> হা  আপনি ৬ মাসের মধ্যে ইউনিভার্সিটি তে ভর্তি হতে পারবেন এই ব্যাপারে কোন টেনশন করবেন না । জার্মানিতে সবাই কাজ করতেছে আপনি করতে পারবেন । ভিসায় এইটা উল্লেখ ই থাকে যে আপনি কাজ করতে পারবেন ( মুখ চাটুকারের কথা সুনলেন এতক্ষণ) অথচ ছাত্র জানে না কোন  ইউনিভার্সিটি , কোন ল্যাঙ্গুয়েজ সেন্টারে সে কোর্স করতে সে আসতেছে । ৩/৬ মাসে একটা ইনভাইটেশন লেটার নিয়ে ছাত্র এমব্যাসি ইন্টার্ভিউ ফেস করার আগে কিছু তথ্য দিয়ে দাড় করিয়ে দেয়া হয় এমব্যাসি তে । এমব্যাসি তে কিছু দালাল থাকে যারা বাহিরের এই সকল দালালের সাথে বিশাল অঙ্কের টাকার বিনিময়ে ইন্টার্ভিউ ডেট থেকে শুরু করে ভিসা প্রসেসিং এর কাজ পর্যন্ত করে থাকে । ফলে দুজনেই লাভবান হচ্ছে । এখন প্রশ্ন হচ্ছে আপনি ভিসা তোঁ পেয়ে গেলেন কিন্ত ভিসা সম্পর্কে কি আদু আপনার কোন ধারণা আছে এটা কোন ধরনের ভিসা ? আপনি এই ভিসায় জার্মানিতে কন্ত দিন থাকতে পারবেন ? ভিসার মেয়াদ শেষ হলে আপনি কি মেয়াদ বাড়াতে পারবেন কি না ? এই ভিসা দিয়ে আপনি ইউনিভার্সিটি তে পড়াশুনা করতে পারবেন কি না ? না কিছুই জানা নাই । তাহলে মন দিয়ে  শুনুন >> জার্মানিতে ৩ ধরনের স্টুডেন্ট ভিসায় আপনি আসতে পারবেন । যেমন 1# Students visa ( Fix term Language course ) এই ভিসায় সাধারন ৩/৬ মাসের হয়ে থাকে । কোনভাবেই আপনি এই ভিসার মেয়াদ শেষ হওয়ার পর জার্মানিতে থাকতে পারবেন । কারন আপনি ভিসার মেয়াদ বাড়াতে পারবেন না । ফিক্স করে দেয়া । এই রকম ভিসা নিয়ে এসেছেন ঢাকার কিছু ভাই আরিফ, সাদেক, মিলন কথা হয়েছিল তাদের সাথে মিউনিখে । তাদের কে ভিসার মেয়াদ শেষ হওয়ার ১ মাস আগে চিঠি দিয়ে জানিয়ে দেয়া হয়েছিল ইমিগ্রেশন থেকে তাদের কে দেশে ফেরত যে হবে এত দিন পর। যাই হোক আরও অনেক কথা কাজের কোন পারমিশন না থাকার কারনে লুকিয়ে কাজ করতে হত । কাজের পারমিশন না থাকার কারনে জার্মানিতে কেউ কাজে নিতে চায় না এটা যারা জামানিতে আছেন তারা কম বেশী সবাই জানেন । আর আরেক সমস্যা হল প্রাথমিক অবস্থা টুকটাক ভাষা জানা জরুরি যেই দেশে আপনি থাকেন । কাজের ক্ষেত্রে অনেকটা সহায়ক ভুমিকা পালন করবে । 2# Students Applicant Visa যারা প্রথমে ল্যাঙ্গুয়েজ কোর্স করে পড়ে ইউনিভার্সিটি তে ভর্তি হবেন বলে জার্মানিতে আসতে চান তাদের জন্য । উদ্দেশ্য জার্মান ভাষা শিখে জার্মান ইউনিভার্সিটি তে স্টাডি করবেন । সবচেয়ে বেশি পরিমান দালালীর শিকার হয় ছাত্ররা এই ভিসায় আসতে গিয়ে । অনেক এজেন্সি অনেকের কাছ থেকে ৫০ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত নিয়ে থাকে ভিসা করিয়ে দিবে বলে । কিন্ত ইউনিভার্সিটি এর সাথে ভালো কোন সম্পর্ক না থাকার কারনে দালারা ভিসার গ্যারান্টি দিতে পারে তবুও মুখে বলতে তোঁ আর সমস্যা নাই ।  অনেকে পাঠায় নামি দামি ইউনিভার্সিটি আন্ডারে ল্যাঙ্গুয়েজ কোর্স শেখার জন্য । দালালের ভাষ্য বলা হয়ে থাকে >> আপনি ৬ মাস পর জার্মান ভাষা ওপর একটা টেস্ট আছে Testdaf or DSH  ওটা দিয়ে সরাসরি ইউনিভার্সিটি তে ভর্তি হতে পারবেন ! অনেককে Conditional Acceptance Letter  ও দিয়ে থাকেন যে ভাষা শিক্ষার পর ইউনিভার্সিটি তে ভর্তির ব্যাপারে । কিন্ত দুঃখের বিষয় হল আপনি যে উদ্দেশ্য নিয়ে জার্মান ভাষা শিক্ষা করতেছেন যে কি বাস্তবায়ন করতে পারবেন ? ৬-৮ মাসে আপনি জার্মান ভাষায় দক্ষতা আনতে পারবেন । যে টেস্ট ২ টির কথা বলা হয়ে যে পাশ করলে আপনি ইউনিভার্সিটি তে পড়তে পারবেন টা অর্থ হল জার্মান ভাষায় B2 সম্পূর্ণ করা , European Framwork Level 2.  যা কোন ভাবেই করা সম্বভ নয় এত কম সময়ে যার কারনে ১/২ বছর সময় ও লেগে যেতে পারে সুদু আপনার জার্মান ভাষা শিক্ষা কোর্সে । এর মধ্যে আরে সমস্যা আপনি কাজের অনুমতি পাবেন না । যতক্ষণ না আপনি মেইন কোর্সে অ্যাড মিশন নিতে পারবেন । ফলে বিষয়টা সবার জন্য মঙ্গল কর নয় । আমরা যারা ইউরোপ এ আসি তাদের বেশির ভাগ ছেলে মেয়ে ই মধ্য বিত্ত ও নিম্ম মধ্য বিত্ত ঘরের সন্তান । সো ব্যাপার টা বুঝতেই পারছেন । অনেকে ফ্যামিলির প্রতি পিছুটান থাকে । এত দীর্ঘ সময় নিজের পক্ষে কোর্স করা বিরক্তি মনে হবে । তারা কোন ইনকাম সোর্স নাই , কোন কারনে ব্ল্যাক জব করে নিজের থাকা খাওয়া হয়ত চালিয়ে নিতে পারবেন কিন্ত যাদের বহুবিদ সমস্যা আছে তারা কি করবে । অনেকে আমাকে প্রশ্ন করেছেন আমি কি জার্মানিতে পড়াশুনা করে নিজের + ফ্যামিলির খরচ চালাতে পারব ? তখন উত্তর আসবে না । তাই যাদের জার্মানিতে পড়াশুনা করার ইচ্ছে আছে তাদের কে সর্বাত্মক চেষ্টা করতে বলব যেন ইংলিশে পড়াশুনা করতে পারেন এমন মনোভাব তৈরি করে । দরকার হলে IELTS টেস্ট দিয়ে নিন । তবুও এই জার্মান ল্যাঙ্গুয়েজ কোর্স ভিসায় আসবেন না । 


3# Student Visa (Direct admission to university ) এটা সাবাভিক প্রক্রিয়ায় যারা সয়ারাসরি ইউনিভার্সিটি তে ভর্তি হয়ে আসে । আপনি এই ভিসায় আসলে সব ধরনের সুযোগ সুবিধা পাবেন । কাজের ক্ষেত্রে ও কোন সমস্যা হবে । এক জন স্টুডেন্ট সপ্তাহে ২০ ঘণ্টা কাজ করতে পারবেন ক্লাস চলাকালীন সময়ে আর বিভিন্ন ছুটিতে যেমন সামারের ছুটি, বড়দিনের ছুটি এই সময়ে আপনি ৩৮ ঘণ্টা কাজ করতে পারবেন । তাই সবাইকে অনুরুধ করবো যথাসাধ্য চেষ্টা করেন যেন সরাসরি ইউনিভার্সিটি তে ভর্তি হয়ে আসতে পারেন ।  আজকের এই পোস্টটি লিখার একটাই কারন কিছু ভাই -বোনদের জার্মানির ব্যাপারে অনেক প্রশ্ন ল্যাঙ্গুয়েজ কোর্স নিয়ে । আশা করি কিছুটা ধারণা দিতে পেরেছি । জানি না কার কাছে কথা গুলো কেমন লাগে । কিন্ত সবার মঙ্গলার্থে সত্য শিকার করে তুলে ধরেছি, এটা আসলে বাস্তবতা । যারা জার্মানিতে আছেন তার সব কিছু আরও ভালো জানেন ।  সবশেষে সবাইকে একটা কথা ই বলতে চাই তথ্য প্রযুক্তির যুগে কোন দালালের কাছে নির্ভরশীল না হয়ে নিয়ে একটা শ্রম দেন ইন শা আল্লাহ ভালো ফল অবশ্যই পাবেন । অনেক সময় ই আমরা ফেসবুকে, ইন্টারনেট এ নষ্ট করি তাই কিছু সময় করে কোন দেশের ব্যাপারে তথ্য সংগ্রহ করতে থাকুন । একসময় সব কিছু আপনার হাতের নাগালে চলে আসবে । গুলশান, ফার্মগেট, মুড়ে এজেন্সি তে টাকা না দিয়ে নিজে ই আমার চেষ্টা করি । প্রমান করি আমার সব পাড়ি । সকল বেস্ততার মাঝে আপানদের জন্য সময় বের করি তাহলে এর ফল স্বরূপ আপানরা যদি কোন ভাবে উপকৃত না হন তাহলে নিজের কাছে খারাপ লাগবে । আমাদের সাথেই থাকুন । ইন্স শা আলাহ আরও অনেক তথ্য নিয়ে হাজির হব । আজ এখানেই । অনেক কথা বলে ফেলেছি । কোন ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেবন । আল্লাহ হাফেয ।

0 comments:

Post a Comment